সিমকার্ড 4G কিনা চেক করার নিয়ম - How To Check 4G SIM Card

 


আসসালামুআলাইকুম বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার সিম 4g কিনা তা কিভাবে চেক করবেন, বাংলাদেশের সমস্ত সিম এই সিস্টেমে চেক করতে পারবেন যে আপনার সিমটা প্রকৃতপক্ষে ৪জি সিম, নাকি থ্রিজি সিম, নাকি পুঁজি সিম। 4g সিম চেক করার উপায় এখন আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে আপনারা জেনে নিতে পারবেন আপনার সিম 4g কিনা। অর্থাৎ 4g সিম চেক করার উপায় এখন আমি আপনাদেরকে দেখাবো।।   

 

কিভাবে চেক করবেন আপনার বাংলালিংক সিম 4g কিনা, কিভাবে চেক করবেন আপনার গ্রামীন সিম 4g কিনা, কিভাবে চেক করবেন আপনার এয়ারটেল সিম 4g কিনা, কিভাবে চেক করবেন আপনার রবি সিম 4g কিনা, কিভাবে চেক করবেন আপনার টেলিটক সিম 4g কিনা, চলুন শুরু করা যাক।  

 

সিমকার্ড 4G কিনা চেক করার নিয়মঃ  

 

রবি সিম 4G কিনা চেক করার নিয়মঃ 

রবি গ্রাহকরা *১২৩*৪৪# ডায়াল করলেই জানতে পারবেন সিম টি ৪জি কি না। 

 

এয়ারটেল সিম 4G কিনা চেক করার নিয়মঃ

এয়ারটেল গ্রাহকরা *১২৩*৪৪# ডায়াল করলেই জানতে পারবেন সিম টি ৪জি কি না।  

 

গ্রামীণফোন সিম 4G কিনা চেক করার নিয়মঃ 

গ্রামীণফোন সিম ব্যবহারকারীরা *১২১*৩২৩২# ডায়াল করে জানতে পারবেন সিম টি ৪জি কি না।  

 

বাংলালিংক সিম 4G কিনা চেক করার নিয়মঃ 

বাংলালিংক গ্রাহকরা মেসেজ অপশনে 4G লিখে 5000 নাম্বারে মেসেজ করলেই জানতে পারবেন সিম টি ৪জি কিনা।  

 

টেলিটক সিম 4G কিনা চেক করার নিয়মঃ 

টেলিটকের সব সিমই ৪জি সিম।   

 

এভাবে খুব সহজে চেক করে নিতে পারবেন আপনার সিম কার্ড 4g কিনা। ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন!! ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন